শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন
শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

শ্রীমঙ্গলের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প” নিয়ে ব্যাপক দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণ কেন্দ্রে প্যারা (অস্থায়ী) প্রশিক্ষক দিয়ে কোর্স পরিচালনা, ইচ্ছেমতো ক্লাসে উপস্থিতি, ধর্মীয় মন্তব্য, প্রাকটিকাল বিষয়ক ঘাটতি এবং অবৈধভাবে একাধিক ট্রেডে প্রশিক্ষণ দেয়ার অভিযোগ করেছেন প্রশিক্ষণার্থীরা।


শ্রীমঙ্গল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তোফাজ্জল হোসেন এবং সুমাইয়া আক্তার, যাদের বিরুদ্ধে শিকারি অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন নারী উদ্যোক্তারা। অভিযোগে বলা হয় যে, প্রশিক্ষণের সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং নারী শিক্ষার্থীদের হিজাব-নিকাব নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। এছাড়া, একজন প্রশিক্ষণার্থী নিয়ম ভেঙে একাধিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং অন্যরা উপযুক্ত সুযোগ পাওয়ার পরও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন।


এছাড়া, প্রশিক্ষণের শর্তে বলা হয় যে, একজন প্রশিক্ষণার্থী একমাত্র একটি ট্রেডে প্রশিক্ষণ নিতে পারবেন, কিন্তু বাস্তবে শর্তের লঙ্ঘন হয়ে একাধিকবার প্রশিক্ষণ নেয়া হয়েছে এবং প্রশিক্ষণ সম্পর্কিত নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে। তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সহায়তা হিসেবে প্রদত্ত দোকান ভাড়া সম্পর্কেও অভিযোগ উঠেছে, যেখানে সরকারের সহায়তা সঠিকভাবে বিতরণ হচ্ছে না। প্রশিক্ষণ কর্মকর্তা এবং শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতি এবং অব্যবস্থাপনার জন্য বিভিন্ন অভিযোগও ওঠেছে, যার মধ্যে রয়েছে অযথা অর্থ আত্মসাৎ, প্রতিবাদ করলে ভয় দেখানো, এবং ক্লাসে উপস্থিতি থাকার পরেও অনুপস্থিতির সিগনেচার দেয়া।


অভিযোগের বিষয়ে প্রশিক্ষক সুমাইয়া আক্তার এবং তোফাজ্জল হোসেন দাবি করেছেন যে, শিক্ষার্থীদের অসন্তুষ্টির কারণ অযৌক্তিক প্রতিবাদ এবং গঠনমূলক অভিযোগের অভাব। তবে, জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।