নিষিদ্ধ ছাত্রসংগঠন নেতা আদনান হাবিব ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৪ ১২:০৮ অপরাহ্ন
নিষিদ্ধ ছাত্রসংগঠন নেতা আদনান হাবিব ঢাকায় গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করার পর সোমবার বিকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আদনান হাবিব খান আদর, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান হাবিব খান আদর সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন তার সঙ্গে যুক্ত হওয়া একটি বিতর্কিত ঘটনার কারণে।


পুলিশ সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়, যার প্রধান আসামি আদনান হাবিব খান আদর। এ মামলায় ছাত্রলীগের আরও ১৭ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 


মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম বলেন, গত ৩০ নভেম্বর পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের হয়, যা আদনান হাবিব খান আদরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশগ্রহণকারী এবং মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়। 


এখন পর্যন্ত এই মামলার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে আরও কারো নাম প্রকাশ না করা হলেও ঘটনাটি ব্যাপক তদন্তের আওতায় রয়েছে। আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে মামলা তদন্তের জন্য পটুয়াখালী জেলায় স্থানান্তর করা হয়েছে।