গুচ্ছ নয়, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রবিউল আলম-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
প্রকাশিত: সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ ০৮:২৪ অপরাহ্ন
গুচ্ছ নয়, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন

আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে একক ভর্তি পরীক্ষা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। আজ (৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় আগামী ৩ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে আল্টিমেটাম দেয় সংগঠনটি।


এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নূর আলম, সহ সভাপতি উদয় দেবনাথ ও সাদীয়া মাহমুদ মীম, সহ- সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।


এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নূর আলম বলেন, বিগত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে যাত্রা শুরু করলেও সুবিধার চেয়ে বরং অসুবিধা বা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। অনেক বিভাগের আসন খালি থাকে এবং ভর্তিপ্রক্রিয়ায় বিলম্ব করে ফেলে। ফলে বিভাগ সমূহের সেশনজট, শিক্ষার্থীদের ইচ্ছার পূরণে ব্যর্থ হয়। অতিদ্রুত নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জের দাবি জানাচ্ছি।


সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা ইতোমধ্যে দেখেছি গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের সীমাবদ্ধতা দূর না হওয়ায়, নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ইসলমী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে, সেশনজটমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও স্বাতন্ত্র্য বজায় রেখে সঠিক সময়ে একাডেমিক সেশন শুরু করার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ নিজস্ব প্রক্রিয়ায় ২০২৪-২০২৫ সালের ভর্তি পরীক্ষা নেয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ৩ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করতে বাধ্য হবো।


মানববন্ধন কর্মসূচির শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একসাথে থাকার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আলোচনা সভাও করেছেন। এতে ভালো ও খারাপ দিক তুলে ধরা হয়। আপাতত গুচ্ছে থাকার পক্ষে রয়েছেন। তবে আমার পক্ষ থেকে তাদের স্মারকলিপির বিষয়ে কেন্দ্রে অবহিত করবো।