শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বাধ্য করতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৮ই নভেম্বর ২০২৪ ০৯:৪২ অপরাহ্ন
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বাধ্য করতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম এবং হত্যা মামলা রয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন চাইবে তখন ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তিনি শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারীর বড়মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।


ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সাড়ে ১৫ বছর দেশ শাসন করেছেন এবং এই সময়কালে তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। তার বিরুদ্ধে দেড়শতাধিক মামলা রয়েছে, যেগুলোর মধ্যে খুন এবং গুমের অভিযোগ রয়েছে। জামায়াতের আমির তার বক্তব্যে আরও বলেন, "আমরা চাই, যখনই বিচারকরা চাইবেন, তখন শেখ হাসিনাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক, যাতে তার বিরুদ্ধে চলমান মামলা ও অভিযোগের বিচারের মুখোমুখি করা যায়।"


এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আপনি বলেছিলেন পালাবেন না, কিন্তু আপনি নিজেই চলে গিয়ে আপনার প্রিয় দেশে আশ্রয় নিয়েছেন। আমরা প্রতিবেশীকে সম্মান করি, কিন্তু আমাদের দেশ ও জনগণের ওপর যে জুলুম চালানো হয়েছে, তার বিচারের দাবি করি।"


ডা. শফিকুর রহমান আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা, গুম ও হত্যার মতো একাধিক অত্যাচার চালানো হয়েছে। "মানুষের ইজ্জত নিয়ে হামলা হয়েছে, হাজারো মা-বাবার বুক খালি হয়েছে, এবং জামায়াতের ইউনিয়ন অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা শান্তি পাইনি, ঘরবন্দি হয়ে রাষ্ট্রদ্রোহের মামলায় জড়িত হয়েছি," বলেন তিনি।


সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমির আব্দুস সাত্তার ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ১৭ বছর পর নীলফামারীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সমাবেশে স্থানীয় নেতারা বক্তৃতা দেন এবং নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।


এদিকে, জামায়াতের আমির শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে বলেন, "এ সরকার জাতিকে ধোঁকা দিয়েছে, তারা মিথ্যাচারে পূর্ণ, তাদের কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ কষ্ট পাচ্ছে।"