প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১:২৩
পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির নাগরিকরা সাপ্তাহিক দুদিনসহ মোট ছয় দিনের ছুটি কাটাতে পারবেন। আগামী ৮ এপ্রিল (সোমবার) থেকে এই ছুটি শুরু হবে। খবর গালফ নিউজের।
ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি ৮ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। কিন্তু এর পরের দুই দিন সপ্তাহিক বন্ধ থাকায় দেশটির নাগরিকরা টানা ছয় দিনের ছুটি পাবেন।
১০ মার্চ সৌদির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই ১১ মার্চ দেশটিতে রমজান মাসের প্রথম দিন ছিল।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।
এদকে গত ১৭ মার্চ সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এবার অর্থাৎ ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর পড়তে পারে ১০ এপ্রিল, বুধবার।
আমিরাতি অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, এবার শাওয়াল মাসের প্রথম দিনটি পড়তে পারে ১০ এপ্রিলে। এর অর্থ হলো- মুসলমানরা এবার ৩০টি রোজা রাখবেন।
ঈদের দিনে মুসলমানরা বিশেষ প্রার্থনার জন্য জড়ো হন, যা সালাত আল ঈদ নামে পরিচিত। মসজিদ, খোলা মাঠ বা বড় জামাতে অনুষ্ঠিত হয় এই সালাত আল ঈদ।