দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্যুতের খুটিতে উঠে আত্মহত্যার হুমকি !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৩ই নভেম্বর ২০২২ ০৭:২৯ অপরাহ্ন
দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্যুতের খুটিতে উঠে আত্মহত্যার হুমকি !

টিকিট পাননি নির্বাচন লড়ার, তা থেকেই এই বড় সিদ্ধান্তের পথে হাঁটলেন আপ নেতা।


সূত্রের খবর তেমনটাই। ঘটনা ঘটেছে দিল্লিতে। আচমকাই রবিবার দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে চড়ে বসেন আম আদমি পার্টির নেতা। নাম হাসিব-উল-হাসান। 


অভিযোগ, তাঁকে প্রার্থী করেনি দল। আর সেই কারণেই তিনি বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। প্রার্থী হতে না পারলে তিনি আত্মহত্যা করবেন বলে সাফ জানিয়েছেন। দিল্লিতে পুরভোটের আগে হাতে সময় মাত্র দিন কয়েক।


 ইতিমধ্যেই প্রথম দফায় ১৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ শিবির, এবং দ্বিতীয় দফায় ১১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।শনিবার দ্বিতীয় দফার প্রার্থী নামের তালিকাতেও স্থান পাননি প্রাক্তন কাউন্সিলর হাসিব-উল -হাসান। তার পরেই ক্ষোভ প্রকাশ করে তিনি বেছে নেন চরম রাস্তা। 


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাক্তন কাউন্সিলরকে সকলে নিচে নামার অনুরোধ করেন। যদিও প্রথমে অনুরোধে কান দেননি তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় দিল্লি পুলিশ। উপস্থিত হয় দমকল।