তাইওয়ানে ভূমিকম্প: নিহত ১, ট্রেন লাইনচ্যুত, ভবন ধস

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৮ই সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৮ অপরাহ্ন
তাইওয়ানে ভূমিকম্প: নিহত ১, ট্রেন লাইনচ্যুত, ভবন ধস

তাইওয়ানের দক্ষিণপূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এতে অন্তত একজন নিহত হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।


টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটির অন্তত তিনটি ভবন ধসে পড়েছে। এতে কেঁপে উঠেছে রাস্তা-ঘাট। তবে আঞ্চলিক সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছেন দেশটির পূর্বাভাসকারীরা।


দেশটির স্থানীয় সময় রোববার বিকেল ২ টা ৪৪ মিনিট নাগাদ তাইতুং শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভূমিকম্পে ট্রেন লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্প শুরু হলে শত শত মানুষ নিজ নিজ ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।


দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে শহরের দুইটি বাড়ি ধসে পড়ে। তবে সেইসময় ভবনের ভেতরে কেউ ছিল না। এছাড়া কাছের দুই ব্রিজও ধসে পড়েছে এবং অন্যান্য ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত আঘাত হানা এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পাওয়া যায়নি।


এর আগের দিনও অঞ্চলটিতে সন্ধ্যায় ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।