বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বিমানের, বাঁচলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৮শে মার্চ ২০২২ ০৬:৫৮ অপরাহ্ন
বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বিমানের, বাঁচলেন যাত্রীরা

দুর্ঘটনার মুখে পড়ল দিল্লি-জম্মু স্পাইস জেটের একটি বিমান। জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে বিমানটি।


বিমানবন্দর সূত্রে খবর, সোমবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা দিচ্ছিল স্পাইসজেটের বিমানটি। বিমানটি পুশব্যাক করার সময় ডানদিকের উইংটির একটি অংশ ইলেকট্রিকের পোলের সঙ্গে ধাক্কায় লেগে যায়। এর জেরে বিমানের ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়। 


স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। তাঁদের অন্য একটি বিমানে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।