প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০:৩৪
তীব্র শীতের রাতে গ্রামের নির্জন মাঠে একা পড়ে ছিল নবজাতক। সেই নবজাতককে সারারাত ধরে পাহারা দিয়েছে এক মাদি কুকুর। সঙ্গে ছিল তার ছানাগুলোও। পরে সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে। এই ঘটনা ভারতের। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে সম্প্রতি ঘটেছে এই ঘটনা। ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন অনুযায়ী, নবজাতকটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়। তার শরীরে তখনো জড়ানো ছিল মায়ের নাড়ি। সকালে স্থানীয়রা কাজে বের হলে শিশুটির কান্না শুনতে পায়। এর পরে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানায়, মাদি কুকুরটি সারা রাত নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। পঞ্চায়েত প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বের হলে কুকুরছানাগুলোর শিশুটিকে সঙ্গে দেখতে পাই। তৎক্ষণাৎ আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। শিশুটিকে কারা ফেলে গেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।