ওমিক্রন মহামারি থেকে মুক্তির আশা ফাউচি'র

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৯শে জানুয়ারী ২০২২ ১০:৩৯ অপরাহ্ন
ওমিক্রন মহামারি থেকে মুক্তির আশা ফাউচি'র

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন মহামারি পর্যায়ের অবসান ঘটিয়ে একে সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে বলে আশাবাদ জানিয়েছেন, আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।


সোমবার (১৭ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি বলে সতর্ক করেছেন ফাউচি।


বিশেষজ্ঞরা বলছেন, গেল নভেম্বর থেকে ছড়াতে থাকা ওমিক্রন ধরন অন্য ধরনের চেয়ে কম অসুস্থতার কারণ হচ্ছে। এর ফলে রোগটি এনডেমিক পর্যায়ে পৌঁছাতে পারে। এর মানে হলো, বিভিন্ন এলাকায় রোগটি থাকবে, মানুষ আক্রান্তও হবে, তবে এর প্রকোপ এবং ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম, এ রোগের ব্যবস্থাপনাও সহজ হবে।


ফাউচি বলেন, ‘তবে সেটি শুধু সম্ভব যদি আমরা যদি আর এমন কোনও ভ্যারিয়েন্ট না পাই, যা আগের ভ্যারিয়েন্টে পাওয়া সুরক্ষা এড়াতে পারে।’


আশার কথা শুনিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলছেন, ডেল্টার মতো একই বৈশিষ্ট পায়নি ওমিক্রন। এদিক থেকে আমরা ভাগ্যবান।