দুই দফা তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমানের মহড়া

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২রা অক্টোবর ২০২১ ০১:১১ অপরাহ্ন
দুই দফা তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমানের মহড়া

তাইওয়ানের আকাশসীমায় শুক্রবার ৩৮টি চীনা যুদ্ধবিমান অবৈধভাবে প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত আকাশসীমায় এটিই চীনার সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। শনিবার (২অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিউক্লিয়ার বোমা ধারণক্ষমতা সম্পন্ন এসব জঙ্গি বিমান দুই দফায় তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। চীনের এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ১৮টি জে-১৬ ও ৪টি এস-৩০ ফাইটার জেট, পারমাণবিক বোমা পরিবহনে সক্ষম দুটি এইচ-৬ বম্বার জেট একটি সাবমেরিন বিধ্বংসী সামরিক উড়োজাহাজ ছিল। তাইওয়ান পাল্টা যুদ্ধবিমান পাঠিয়ে ও ক্ষেপনাস্ত্র ছুঁড়ে বিমানগুলোকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।


একটি বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার চীনের ২৫টি বিমান পারতাস দ্বীপপুঞ্জের কাছ দিয়ে উড়ে যায়। সন্ধ্যায় দ্বিতীয় দফায় ১৩টি বিমান একই জায়গায় মহড়া দেয়।


চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অধিভুক্ত প্রদেশ হিসেবে দাবি করে আসছে এবং এই দাবিকে শক্তিশালী করতে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে চলছে দেশটি। কিন্তু এক সময়ের সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার করে নিজেদের স্বাধীনতার পক্ষে অনড় অবস্থানে থেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন।