ভারতে কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৫ই মে ২০২১ ০৫:৪৫ পূর্বাহ্ন
ভারতে কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত। যদিও শেষ ২৪ ঘণ্টায় কমেছে দেশটির দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা।


শুক্রবারও ৪ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। একদিনে সেই মৃত্যুর সংখ্যা কমে ৩ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে।


এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৬৬ হাজার ২০৭।


করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার জন। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৪৩ হাজার ১২২ জন। অন্যদিকে বুধবার আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭২০ জন। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৩ লাখ ৭২ হাজার ৯০৭ জন।


ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার ঈদ থাকায় করোনা পরীক্ষা কম হয়েছে।


শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত ৬৯৫ জন।


পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। বেড়েছে সুস্থতার হার। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৩১ জন।


এখনও পর্যন্ত দেশটিতে ১৮ কোটি বেশি মানুষকে করোনা টিকাকরণ হয়েছে।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১