উইকিপিডিয়ায় শুরু হয়েছে ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’। রোববার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দশমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের যেকোনো ব্যক্তি অংশ নিতে পারবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোনো সময় তোলা যেকোনো স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও বাংলাদেশ থেকে অংশগ্রহণের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত ১০টি করে আলোকচিত্র থেকে ১৫টি আলোকচিত্রকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। ২০১০ সালে নেদারল্যান্ডে প্রতিযোগিতাটি শুরু হয়। ২০১৬ সাল থেকে বাংলাদেশ নিয়মিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দেশে প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে উইকিপিডিয়া নিয়ে কাজ করা বাংলাদেশি সংস্থা ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।