
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ১৭:২৭

আইসিটি অবকাঠামো ও স্মার্ট ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০১৮ সালে বাংলাদেশের বাজার থেকে মোট ২৯.৩ মিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্য ও সেবা কিনেছে। আর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলর জন্য এই পরিমাণটা ৬০৮ মিলিয়ন ডলার। সম্প্রতি ব্যাংককের কনরাড হোটেলে হুয়াওয়ের ২০১৯ এসইএ কোর পার্টনার সম্মেলনে প্রকাশিত প্রতিষ্ঠানটির মোট ক্রয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সমন্বিতভাবে সার্বিক প্রশাসনিক সেবা, প্রকৌশল পরিসেবা ও পণ্য ক্রয়ের মোট পরিমাণের ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য এই বাজেট ৬৫২ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে থাকবে বলে আশা করা হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর