প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ২০:২৩
আশপাশে কোথায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা। এমন তথ্য জানাবে ‘দামিনী’ অ্যাপ। মোবাইলে জিপিআরএস চালু থাকলে দামিনীর মাধ্যমে যে কেউ তার ২০-৪০ কিলোমিটারের মধ্য়ে থাকা বজ্রগর্ভ মেঘের সন্ধান জানতে পারবেন। বজ্রপাতের পূর্বাভাস মিলবে ৩০-৪০ মিনিট আগেই। এছাড়াও বজ্রপাতের মধ্য়ে ঠিক কী করা উচিত বা উচিত নয়, তাও জানাবে দামিনী অ্যাপ।
ইনিউজ ৭১/এম.আর