বিশ্বব্যাপী গুজব বা ভুয়া খবর ঠেকাতে উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একটি মেসেজ পাঁচবারের বেশি 'ফরওয়ার্ড' করতে বা অন্যদের পাঠাতে পারবেন না। যেখানে এর আগে একটি মেসেজ ২০ বার 'ফরওয়ার্ড' করা যেত। পাশের দেশ ভারতে অবশ্য আরও ছয় মাস আগেই এ নিয়ম চালু করা হয়েছে। কারণ সেখানে গুজব ছড়ানোর বিষয়টি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে। হোয়াটসঅ্যাপে ছড়ানো গুজব কেন্দ্র করে মানুষ পিটিয়ে হত্যার ঘটনা সেখানে ভয়াবহ হয়ে উঠেছে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গাও লাগানোর ঘটনাও ভারতে ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে সেখানে এ নিয়ম করা হয়। তবে এখন বিশ্বব্যাপী সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর জন্যও থাকছে বিশেষ নিয়ম। বর্তমানে হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ খুলতে চাইলে তাতে ২৫৬ জনের বেশি সদস্য হতে পারবে না।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।