দেশি-বিদেশি ইন্ধনে ইসকন আন্দোলন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ০৯:৪১ অপরাহ্ন
দেশি-বিদেশি ইন্ধনে ইসকন আন্দোলন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসকনের সাম্প্রতিক আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধনের অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইসকনের আন্দোলনের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।”


তিনি আরও বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত কয়েক মাসের তুলনায় ভালো হলেও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় কিছু উদ্বেগ রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর আরও জোর দেওয়ার নির্দেশ দেন তিনি।


মিথ্যা মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মিথ্যা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। যারা মিথ্যা মামলা করবে, তাদের আইনের আওতায় আনা হবে।”


সাদা পোশাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করার আগে পরিচয় নিশ্চিত করতে হবে। অকারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না, এবং কোনো অবৈধ আদেশও পালন করা যাবে না।”


মব জাস্টিসের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পাওয়ার পর পুনরায় অপরাধে জড়ালে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ঢাকার মোহাম্মদপুরের মতো এলাকাগুলোয় সম্মিলিত প্রচেষ্টায় ইতিবাচক ফলাফল এসেছে।”


শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে জেনারেল জাহাঙ্গীর বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবির জন্য রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে। আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে।”