আগের চেয়ে খারাপ অবস্থানে "ফেসবুক"

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ৪ঠা অক্টোবর ২০২১ ০৮:৩৪ অপরাহ্ন
আগের চেয়ে খারাপ অবস্থানে "ফেসবুক"

হুইসেলব্লোয়ার ফেসবুক নথির একটি বড় অংশ শেয়ার করে অভিযোগ করেছে যে, সোশ্যাল মিডিয়া জায়ান্টরা জানত যে তাদের কিছু কাজ ঘৃণার উদ্রেক করছে এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। আরব নিউজ জানায়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে গতকাল রবিবার তার পরিচয় প্রকাশ করে কোম্পানির বিরুদ্ধে "নিরাপত্তার চেয়ে মুনাফা" বেছে নেওয়ার অভিযোগ করেন তিনি।


আইওয়া থেকে ৩৭ বছর বয়সী ডাটা বিজ্ঞানী ফ্রান্সেস হাউজেন গুগল এবং পিন্টারেস্ট কোম্পানিতে কাজ করেছেন। কিন্তু সিবিএস নিউজ শো ৬০ মিনিট এর সাথে একটি সাক্ষাৎকারে বলেন, ফেসবুক আগের চেয়ে আরও খারাপ অবস্থানে রয়েছে।


তিনি কোম্পানিকে নিয়ন্ত্রিত করার আহ্বান জানান। বারবার দেখা গেছে ফেসবুক নিরাপত্তার চেয়ে লাভ বেছে নেয়। তিনি বলেন, ফেসবুকের যে সংস্করণটি আজ বিদ্যমান তা আমাদের সমাজকে ছিন্নভিন্ন করছে এবং বিশ্বব্যাপী জাতিগত সহিংসতা সৃষ্টি করছে।