
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৫

শরীরের প্রতিটি কোষের মত চুলেরও নির্দিষ্ট আয়ু থাকে। প্রকৃতির এই নিয়মে প্রতিদিনই কিছু না কিছু চুল ঝরে যায়, আবার নতুন চুলও গজায়। এর মাঝেই আঁচড়ালে রাশি রাশি চুল উঠে আসে অনেকের, শ্যাম্পু করলেও একই অবস্থা। এই সমস্যা শুধু আপনার একার নয়, পৃথিবীর প্রতি চারজনের একজন চুল পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন। যে হারে চুল ঝরে সেই হারে যদি চুল কম গজায় তখনই সমস্যাটা দেখা দেয়। একজন মানুষের দিনে ১০০টা পর্যন্ত চুল ঝরে যেতে পারে। চুল গজানো থেকে ঝরে যাবার মধ্যে তিনটি পর্যায়ে আছে। অ্যানাজেন, ক্যাটাজেন ও টেলোজেন।
চুল গজানোর পর বেড়ে ওঠে অ্যানাজেন ফেজে। আর ক্যাটাজেন অবস্থায় চুল আর বাড়ে না। টেলোজেন পর্যায়ে চুল ঝরে যায়। চুল কেন ঝরে এবং কিভাবে এর প্রতিকার করা যায় এ বিষয়ে চিকিৎসকরা যা বলেন-


ইনিউজ ৭১/এম.আর