প্রথম নারী সিভিল সার্জন হিসেবে বরিশালে মারিয়া হাসানকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে ডাঃ মারিয়া হাসানকে বরগুনা থেকে বরিশাল জেলা সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়।
গত মাসে বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।