বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের স্মরণে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলেও গত সোমবার (২৫ নভেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির ছাত্র মোঃ তানভীর ইসলাম। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম এবং সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সাইফুল ইসলামসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ নিয়ে স্মৃতিচারণ করা হয়। এছাড়াও আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সাংস্কৃতিক পর্বে গান, আবৃত্তি ও নৃত্যের পরিবেশনা উপস্থাপন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন এবং অতিথিরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে প্রশংসা করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে প্রধান শিক্ষকের বক্তব্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এক স্মরণীয় আয়োজনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।