প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪১
নতুন মৌসুমের অভিষেকটা সুখের হল না লিওনলে মেসির। চ্যাম্পিয়ন্স লিগে দল ও তার প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে সাম্প্রতিক ফ্লপ-শো বজায় রাখল বার্সেলোনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন লিগে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।
‘জি’ গ্রুপে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-১ গোলে জিতেছে জার্মানির লেইপজিগ। ফ্রান্সের লিওঁ ও রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের মধ্যে গ্রুপের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আর ‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব চেলসির মাঠে ১-০ গোলে জিতেছে স্পেনের ভ্যালেন্সিয়া।। অন্য ম্যাচে ফ্রান্সের লিলেকে ৩-০ গোলে হারায় গতবারের সেমিফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্স।