ওমানে ফুটবল ক্লাব ফ্যালকন এফসির বর্ষপূর্তি উৎযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই আগস্ট ২০১৯ ১০:৩৩ পূর্বাহ্ন
ওমানে ফুটবল ক্লাব ফ্যালকন এফসির বর্ষপূর্তি উৎযাপন

পলাশ শীল:ওমানে বাংলাদেশী ও স্থানীয় ওমানিদের সমন্বয়ে গঠিত একমাত্র ফুটবল ক্লাব ফেলকন এফসি ফুটবল ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে ওমানের রাজধানী মাস্কাটের আলেকজেন্ডারিয়া রেষ্টুরেন্টের হল রুমে আয়োজন করা হয়েছিলো আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান। মোঃ রানার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ওয়ারিথ আল হার্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইথাম সাদিক,হেড কোচ জুমা রাসিদ, আদিল আল বেলুচি ও কেপ্টেন ইমতিয়াজ হাসান।অনুষ্ঠানে বক্তারা ফুটবলের উন্নয়নে একযুগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং ভালো টিম হিসেবে গড়ে উঠতে হলে নিয়মিত প্রাক্টিসিংয়ের কোন বিকল্প নেই বলে মত দেন। সব শেষ সভাপতির সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।