প্রকাশ: ৩ জুলাই ২০১৯, ২১:৫৫
টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হেরে তৃতীয়বারের মাথায় সেমি থেকে বিদায়। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে। আর মেসিরা এই হারের দায় চাপাচ্ছেন রেফারির ওপর। ম্যাচ শেষে এমনটাই আক্ষেপ করেন আর্জেন্টিনার দলনেতা লিওনেল মেসি এবং স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কোপা আমেরিকার এবারের আসর বসেছে ব্রাজিলে। আর টুর্নামেন্টে বাদ পড়তে পড়তে কোয়ার্টার খেলে আর্জেন্টিনা। সার্জিও আগুয়েরো এবং লতারো মার্টিনেজের গোলে ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে হারিয়ে উঠে আসে সেমিতে। আর সেমিতে প্রতিপক্ষ হিসেবে দেখা মেলে চিরপ্রতিদ্বন্দ্বী। যাদের বিপক্ষে প্রতিযোগিতা মূলক কোনো টুর্নামেন্টে শেষ ৭ বছরে কোনো জয় পায়নি আলবেসিলেস্তেরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব