জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার লড়াই

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই জুন ২০১৯ ১০:৫০ অপরাহ্ন
জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার লড়াই

বিশ্বকাপের প্রাক বাছাইয়ে লাওসকে ১-০ গোলে হারাল বাংলাদেশ। এ জয়ে মূল বাছাইপর্বের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

ভিয়েতনামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৭২ মিনিটে অধিনায়ক জামালের লং থ্রু থেকে বল ধরে লাওস বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে দুর্দান্ত শটে গোল করেন তরুণ স্ট্রাইকার রবিউল ইসলাম। পুরো ম্যাচে ওই একটিই গোল।

প্রথমার্ধে লাওসের প্রাধান্য থাকলেও দ্বিতীয়ার্ধ প্রায় পুরোটাই ছিল বাংলাদেশের। একের পর এক আক্রমণে লাওসের রক্ষণভাগ বিপর্যস্ত করেও সত্যিকার অর্থে সে রকম কোনো সুযোগ তৈরি করতে পারেননি বাংলাদেশের আক্রমণভাগ। গোল করার আগেই রবিউল প্রায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্রায় নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেছিলেন। লাওসও সুযোগ পেয়েছিল তবে বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা আর রক্ষণে টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষরা আস্থার সঙ্গে বিপদ সামাল দিয়েছেন।

আগামী ১১ জুন ঢাকায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল। সে ম্যাচে ড্র করলেই মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া (সবুজ) ও আরিফুর রহমান আরিফ (রবিউল)।