
প্রকাশ: ৬ জুন ২০১৯, ৪:৫০

বিশ্বকাপের প্রাক বাছাইয়ে লাওসকে ১-০ গোলে হারাল বাংলাদেশ। এ জয়ে মূল বাছাইপর্বের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশ দল : আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া (সবুজ) ও আরিফুর রহমান আরিফ (রবিউল)।
