
চোটের কারণে নামতে পারেননি মাঠে। ভিআইপি বক্সে বসেই গত ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউয়ের বিরুদ্ধে দলের করুণ আত্মসমর্পন চাক্ষুষ করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। প্রথম লেগে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে দুরন্ত প্রত্যাবর্তন করে নেইমারের ক্লাব পিএসজিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে শেষ আটে জায়গা পাকা করে সোল্কজায়রের ম্যানইউ। ওই ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভব্য আচরণের কারণে অভিযুক্ত নেইমার এবার পড়তে পারেন বড়সড় শাস্তির মুখে।

ইনিউজ ৭১/এম.আর