তাড়াশে জামায়াত ও বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৩ অপরাহ্ন
তাড়াশে জামায়াত ও বিএনপির বিক্ষোভ মিছিল

আজ মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়, যেখানে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।


সমাবেশে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর সাখলাইন হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, কাওছার আলী এবং মো. ইউনুস আলী প্রমুখ। তারা সরকারী বাহিনীর হাতে মানুষের হত্যা, গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন এবং অবৈধ ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হন।


অপরদিকে, আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাড়াশ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সমবেত হন।


এরপর সকাল ১১টায় বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।


বক্তব্যের সময় উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী বলেন, "ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগ নানা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য একের পর এক হিংস্র কর্মসূচি ঘোষণা করছে। আমরা তাদের প্রতিরোধে সজাগ রয়েছি এবং তাদের সকল কর্মসূচি প্রতিহত করব।"


এসময় প্রায় ৩ থেকে ৪ হাজার নেতা-কর্মী করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান। বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।