শহীদ মিনারে গণঅধিকার পরিষদের ফারুককে মেরে রক্তাক্ত করলেন-ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৬:২২ অপরাহ্ন
শহীদ মিনারে গণঅধিকার পরিষদের ফারুককে মেরে রক্তাক্ত করলেন-ছাত্রদল

গণঅধিকার পরিষদের একাংশের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে এই হামলার ঘটনা ঘটে। ফারুকের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।  


ফারুক হাসান জানান, জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বিপ্লবী সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।  


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তার এই বক্তব্যের কারণেই উপস্থিত ১০-১৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।  


রাশেদ খান জানান, হামলার পরপরই বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে গণঅধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।  


এ ঘটনার পর শহীদ মিনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত ব্যক্তিরা হামলাকারীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  


ফারুক হাসান ও তার সমর্থকরা এ হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, সরকারের সমালোচনাকারীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে।  


শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।