ঈদের দিন গরুর লাথি খেয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৭ই জুন ২০২৪ ০৯:২৪ অপরাহ্ন
ঈদের দিন গরুর লাথি খেয়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামুতে জবাই করার সময় গরুর লাথিতে আবদুল হাকিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কোদালিয়া কাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয় বাসিন্দা হামিদুল হক বলেন, ‘ঈদের নামাজের পর গরু জবাই করার জন্য রশি বেঁধে মাটিতে ফেললে রশি থেকে একটি পা ছুটে যায়।


এই পা দিয়ে আঘাত করলে আব্দুল হাকিম গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত ঈদগড় মেডিক্যাল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, কোদালিয়া কাটা এলাকায় আবছার কামাল নামের এক প্রবাসীর ঘরে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথির আঘাতে আব্দুল হাকিম আহত হন। পরে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।