জুনে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৫ই মে ২০২৩ ০৫:৫২ অপরাহ্ন
জুনে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

ফিফার জুন উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর আগানোর পরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ সংস্কারকাজ শেষ না হওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেছে।


গত সপ্তাহেই এই সিদ্ধান্তের কথা আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে (এএফএ) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাংলাদেশ সফর বাতিল হলেও আগামী মাসেই এশিয়া সফরে আসছেন লে আলবিসেলেস্তেরা।


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের চার মাস পেরিয়ে গেলেও ঘোর কাটেনি আর্জেন্টিনার। এখনও আনন্দ উৎসবে ভাসছে আর্জেন্টাইন সমর্থকরা। ফিফা র‌্যাঙ্কিংয়েও ব্রাজিলকে টপকে এখন শীর্ষে উঠে এসেছে মেসিরা।


বিশ্বকাপের পর সর্বশেষ দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।


এরই মধ্যে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, জুনে এশিয়া ট্যুরে আসছে মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সম্ভাব্য দুই প্রতিপক্ষ চীন ও ইন্দোনেশিয়া।


সংবাদমাধ্যমটির দাবি, মেসিদের নিজেদের দেশে আনতে ব্যাপক অর্থ লগ্নি করছে চীনা সরকার। এছাড়া চলতি বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনে নিষেধাজ্ঞা পাওয়া ইন্দোনেশিয়া নিজেদের ক্ষতি কাটিয়ে উঠতে মেসিদের ম্যাচ আয়োজন করতে চায়।


আগামী ২০ মে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু ইসরাইল ইস্যুকে কেন্দ্র করে দেশটি থেকে সরিয়ে টুর্নামেন্টটি নেওয়া হয়েছে আর্জেন্টিনায়। এবার সেই ইন্দোনেশিয়া সফরেই যাচ্ছে মেসিরা।


এদিকে, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব।


আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে আর্জেন্টিনা। এরপর নভেম্বর মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আকাশি নীল শিবির।