এবারও কী ইউরোপের কাছে হার মানবে ব্রাজিল?

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই ডিসেম্বর ২০২২ ০৭:৩৬ অপরাহ্ন
এবারও কী ইউরোপের কাছে হার মানবে ব্রাজিল?

২০০২ সালে বিশ্বকাপ জেতার পর চারটি বিশ্বকাপে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল। তিনবারই ইউরোপের কোনো না কোনো দলের কাছে হেরে বাদ পড়েছে। 


২০০৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। সে বিশ্বকাপে ‘চতুষ্টয়’ আক্রমণভাগ নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছেন ‘সেলেসাও’রা। তাদের আক্রমণে ছিল রোনালদো, রোনালদিনিও, কাকা ও আদ্রিয়ানোর মতো বাঘা বাঘা নাম। 


কিন্তু কোয়ার্টার জিনেদিন জিদানের একক নৈপুণ্যে হারে সেলেসাওরা। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে।

 

২০১৪ সালেও ব্রাজিলের গলা চেপে ধরে ইউরোপীয় ভূত। ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় তারা।


এবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। যদিও দলটার সাথে ৪ বারের দেখায় একবারও হারেনি ব্রাজিল। তারপরও শঙ্কা যেহেতু নকআউট পর্বের খেলা যেকোনো অঘটন ঘটা অস্বাভাবিক কিছু নয়।