২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৮শে সেপ্টেম্বর ২০২২ ১১:০৯ পূর্বাহ্ন
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করে হেড কোচ নিয়োগ ও বহিষ্কারের রীতি বেশ পুরোনো। তবে এবার সে পথে হাঁটছে না আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ শুরুর আগেই আরও এক বিশ্বকাপের জন্য লিওনেল স্কালোনিকে রেখে দিচ্ছে আলবিসেলেস্তেরা।


শুধু ২০২২ সালের কাতার বিশ্বকাপ নয়, ২০২৬ সালে মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও আর্জেন্টিনার হেড কোচ হিসেবে থাকবেন স্কালোনি। বুধবার বাংলাদেশ সময় সকালে এক টুইটবার্তায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া এ খবর জানিয়েছেন।


লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের পর এক টুইটবার্তায় তাপিয়া লিখেছেন, ‘আপনাদের সবাইকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘জাতীয় দলের চলমান প্রজেক্টের ওপর আমরা আস্থা রাখছি। আরও কিছু সময় এই দলে স্কালোনেটা চলবে।’


আর্জেন্টিনার কোচ হিসেবে আরও কাজ করার ইচ্ছের কথা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আমি চালিয়ে যেতে চাই। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কে কাজ না করতে চায়? প্রেসিডেন্টের সঙ্গে আমার সেরা সম্পর্ক রয়েছে। আমাদের আজকে দেখা হয়েছে এবং সবকিছু সঠিক পথেই আছে।’২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আর্জেন্টিনার হেড কোচ হিসেবে দায়িত্ব নেন স্কালোনি। তার অধীনেই প্রায় ২৭ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এছাড়া চলতি বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমাও জিতেছে আলবিসেলেস্তেরা।


সবমিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে ৪০টি ম্যাচ কোচিং করিয়েছেন স্কালোনি। এর মধ্যে জয় পেয়েছেন ২৬ ম্যাচে, ড্র হয়েছে ১০টি আর পরাজয় মাত্র চার ম্যাচে। সবশেষ ৩৬ ম্যাচে আর্জেন্টিনা পরাজয়ের মুখ দেখেনি। যা কি না দেশটির ইতিহাসে সবচেয়ে লম্বা অপরাজিত যাত্রা।