করোনার কারনে অর্থনৈতিক মন্দা,ও নিত্য প্রয়োজনীয় পণ্যে দাম বেড়েই চলছে। এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে চলতি মাসের ভাড়া টিয়াদের কাছ থেকে নেবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব।রাজধানীর হাজারীবাগ এলাকায় ৬ তলা ভবন রয়েছে ভাবনাদের। ওই ৬ তালা ভবনটিতে ছয়টি পরিবার ভাড়া থাকেন। এ সকল ভাড়াটিয়াদের থেকে চলতি মার্চ মাসের ভাড়া নেবেন না বলে জানান ভাবনার বাবা 'রাত্রীর যাত্রী' খ্যাত চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন,'সময়টা বেশ খারাপ।সারাবিশ্বের একই অবস্থা।করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছে না। অনেকের তো মোকাবেলায় মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হবে।তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে আসতে হবে।তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নিব না।'তিনি আরও বলেন যে দেশের অন্যান্য বাড়িওয়ালারাও যদি এমনটাই করেন তাহলে হয় তো অনেক পরিবারের মুখে এই সংকেটের দিনে হাসি ফুটবে। আশা প্রকাশ করেন, শিগগিরই বিশ্ব এই সংকট থেকে মুক্তি পাবে।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।