বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ২৭তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বলিউডের নামি দামি তারকারা। ব্যস্ততার কারণে প্রেমিক রণবীর কাপুরকে ছাড়াই জন্মদিনের কেক কাটেন অভিনেত্রী। তবে তার এবারের জন্মদিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়েছে।
ঘরোয়াভাবে আলিয়া যখন জন্মদিনের ভালবাসা পেতে ব্যস্ত, সেই সময় তাকে শুভেচ্ছা জানান নাতাশা পুনাওয়ালা। যেখানে আলিয়ার গালে রণবীরকে চুম্বন করতে দেখা যায়। পার্টির মাঝে আলিয়ার গালে যখন রণবীর আদর করতে দেখা যায়, সেই সময় তাদের পিছনে দেখা যায় বলিউডের আরো এক জুটিকে।
রণবীর, আলিয়ার পিছনে দেখা যায় মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকেও। ওই ছবিতেও মালাইকার গালে চুম্বন করতে দেখা যায় অর্জুন কাপুরকে।
এদিকে সম্প্রতি ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষে ছবির প্রমোশন নিয়ে তোড়জোড় শুরু করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ব্রক্ষ্মাস্ত্রের পর আপাতত রণবীর শামসেরার শুটি নিয়ে ব্যস্ত। অন্যদিকে আলিয়া শুরু করেছেন গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিংয়ের তোড়জোড়। সঞ্জয় লীলা বনশালির এই সিনেমার জন্য ইতোমধ্যেই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেয়া শুরু করেছেন মহেশ ভাটের মেয়ে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।