প্রবাসী আয়ে নতুন গতি ফিরে পেয়েছে বাংলাদেশ। চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯০ লাখ ডলার—যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরের প্রথম ২০ দিনে দেশে এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। বছর ঘুরে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ কোটিতে, যা প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করছে।
শুধু একদিনে, ২০ অক্টোবরেই দেশে এসেছে ৭ কোটি ডলার রেমিট্যান্স। জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৩৬ কোটি ৫০ লাখ ডলার, যা বছরওয়ারি বৃদ্ধির হার ১৪.২০ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, সরকারি প্রণোদনা, হুন্ডি দমনে কঠোর পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে নতুন শ্রমবাজারে প্রবেশের ফলে রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আশাবাদী, চলতি অর্থবছরে প্রবাসী আয়ে ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করবে।