চট্টগ্রামের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত আলীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
শুক্রবার (১১ জুন) রাতে নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিহাদে অংশগ্রহণ করার জন্য ২০১৭ সালে তুরস্ক হয়ে সিরিয়া যায় সাখাওয়াত। সিরিয়াতে গিয়ে ৬ মাস ’হায়াত তাহরীর আরশাম’ এর কাছ থেকে ভারী অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নিয়ে সিরিয়ার ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেন। পরবর্তী সময়ে সিরিয়া থেকে অবৈধ পথে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় যান সাখাওয়াত। এ সময় ইন্দোনেশিয়ায় থাকাকালীন সেখানেও জিহাদি কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এরপর গত ২২ শে মার্চ দেশে ফিরে পুনরায় সাখাওয়াত জিহাদি কার্যক্রম পরিচালনা করতে থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে নোট বুক, ট্যাব, মোবাইল ফোন ও জিহাদি কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবী কাউন্টার টেরোরিজম ইউনিটের।
দেশে থাকাকালীন সময়ে উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পরিকল্পনা ও প্রশিক্ষণ নিয়ে ছিলো বলে দাবী সংস্থাটির।
#ইনিউজ৭১/এনএইচইএস/২০২১