ফুল নিয়ে মাঠে ঢুকে পড়লেন এক সাকিব ভক্ত! শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ১১তম ওভারে প্রথম বল করতে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের তৃতীয় বল করার পরই অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে সাকিবের। মাঠে এক দর্শক ঢুকে তাকে ফুলের তোড়া উপহার দিয়েছেন।তাইজুল ইসলাম ও মেদেহি হাসান ১০ ওভার শেষ করার পর বোলিংয়ে আসেন সাকিব। এমন সময় তার ওভারের মাঝে সেই ভক্ত ফুল নিয়ে হাজির। সাকিবকে হাঁটু গেড়ে বসে ফুল দেন তিনি। স্যালুটও করেন। কিন্তু এর পরের সময়টা সুখের ছিল না তার। নিরাপত্তা কর্মীরা সেই সমর্থককে টেনে মাঠ থেকে বের করে দেন।এর আগে এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। মিরপুরে ম্যাচ চলার সময় মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।