
প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ২১:৫১

টেস্ট সিরিজ শুরুর আগেই জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন তিন ম্যাচেই খেলানো যাবে না বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তার কথামতই হ্যামিল্টনের সিরিজের প্রথম ম্যাচে খেলেননি মোস্তাফিজ। সে ম্যাচ শেষে দলের প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছিলেন হ্যামিল্টনের কন্ডিশন মোস্তাফিজের জন্য প্রতিকূল হবে বিধায় তাকে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে খেলানোর সিদ্ধান্তই নিয়েছে দল। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিরছেন মোস্তাফিজ, খেলবেন পরেরটিতেও। কিন্তু তিনি খেলবেন কার জায়গায়? এ উত্তর মেলেনি তখন, মিলছে না ম্যাচের আগেরদিনও। স্কোয়াডের বাকি তিন পেসার সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী এবং ইবাদত হোসেন চৌধুরীকে নিয়ে ওয়েলিংটনে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে তিন পেসার মিলে উইকেট নিয়েছিলেন একটি। কিন্তু বোলিং লাইন-লেন্থ কিংবা আগ্রাসী মনোভাবে অধিনায়কের বাহবা কুড়িয়েছেন পেসাররা।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব