যেকোন সিরিজ/টুর্নামেন্টে সর্বেচ্চ 'ছয়' মারার রেকর্ড গড়লেন ক্রিস হেনরী গেইল।সদ্য সমাপ্ত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গেইল এই রেকর্ড গড়েন।মাত্র ৪ ম্যাচে ৩৯টি ছয় মেরেছেন গেইল।নতুন রেকর্ড গড়তে এর আগের নিজের রেকর্ড ভাঙ্গেন ক্রিস গেইল।২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে ৬ ইনিংসে ২৬ ছয় হাঁকিয়ে এ রেকর্ডটি ছিল গেইলরই।
আর দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ ইনিংসে ২৩ ছক্কা হাঁকিয়ে সিরিজে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি ছিল রোহিত শর্মার।পুরো সিরিজে ইংল্যান্ড টিমের মোট ছয়ের থেকে ১ টি ছয় বেশি মারেন ক্রিস গেইল।ইংল্যান্ড দল মোট ছয় মেরেছেন ৩৮ টি যা গেইলের ছয়ের থেকে ১ টি কম।বৃষ্টিতে ১টি ম্যাচ পন্ড না হলে সংখ্যাটা আরও বাড়লে অবাক হওয়ার মত কিছু ছিলনা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।