হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম দিন বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরির পরও ২৩৪ রানে অলআউট হয়। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৮৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।সেডন পার্কে প্রথম দিন টাইগার ওপেনার তামিম নিজের টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পান। দুর্দান্ত ব্যাট করে শেষ পর্যন্ত তিনি ১২৮ বলে ২১টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২৬ করে বিদায় নেন। তবে দলের আর কেউই বলার মতো স্কোর করতে না পারায় দলীয় ইনিংস বড় করতে পারেনি সফরকারীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।