কালো ব্যাজ পরে মাঠে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৮ অপরাহ্ন
কালো ব্যাজ পরে মাঠে টাইগাররা

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের ক্রিকেট কারিগর সৈয়দ আলতাফ হোসেন। সবার প্রতি সমবেদনা জানাতে হ্যামিল্টনে কালো ব্যাজ পরে মাঠে নামেন টাইগাররা। সেই শোককে শক্তিতে পরিণত করে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। খেলেছেন ১২৮ বলে ২১ চার ও ১ ছক্কায় ১২৬ রানের নান্দনিক ইনিংস। অর্থাৎ ৯০ রান এসেছে বাউন্ডারি থেকে।

তবে বাকিরা ব্যর্থ হওয়ায় দিনশেষে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। ২৩৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। পরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮৬ রান তুলে প্রথম দিন নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। জিত রাভাল ৫১ ও ৩৫ রানে অপরাজিত আছেন টম লাথাম। ১৪৮ রানে পিছিয়ে তারা শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা। গেলো ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় তামিম, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমানসহ ক্রিকেটাঙ্গনের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন।

ইনিউজ ৭১/এম.আর