দলে ডাক পেয়ে উল্টো চাপে সাব্বির রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৯শে জানুয়ারী ২০১৯ ১১:২৭ পূর্বাহ্ন
দলে ডাক পেয়ে উল্টো চাপে সাব্বির রহমান

বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়েছেন সাব্বির রহমান।বাংলাদেশ দলে ফিঞ্চ হিটারের অভাবটা অনেকদিন ধরেই বুঝতে দেন নি।মাঝখান দিয়ে মাঠ ও মাঠের বাহিরের কর্মকান্ডের জন্য সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের স্কোয়াডে আবার ডাক পড়ে সাব্বির রহমানের।ক্রিকেট পাড়ায় যদিও গুঞ্জন রয়েছে মাশরাফির কারণেই আবার দলে ডাক পেয়েছেন সাব্বির।যদিও মাশরাফি বলছেন সরাসরি হস্তক্ষেপ বা জোর প্রয়োগ করেননি শুধুমাত্র সাব্বিরের প্রয়োজনীয়তা নির্বাচকদের কাছে তুলে ধরেছেন।

বিসিবি বস তো সাব্বিরের অন্তর্ভুক্তিতে মাশরাফির উপর দায় না চাপিয়ে সিনিয়র ক্রিকেটারদের উপর দায় চাপিয়েছেন।সাব্বিরকে দলে অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং গভীরতার পাশাপাশি ৭ নম্বরে নেমে দ্রুত রান তোলায় সুবিধা হবে আশাকরি।কিন্তু স্কোয়াডে অন্তর্ভুক্তি হয়েও চাপে আছেন সাব্বির রহমান।বিভিন্ন মহলে সমালোচনার কারণে বিশাল চাপ নিয়ে খেলতে হবে তাকে।তাতে কি সাব্বিরের পারফরমেন্সে প্রভাব পড়বেনা?? স্কোয়াডের অন্তর্ভুক্তির ব্যাপারটা নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভলি নিলেই সম্ভবত আমাদের জন্যই ভাল হবে।আশাকরি সাব্বির আবার নিজের পুরনো ফর্মে ফিরে আসবে।

ইনিউজ ৭১/এম.আর