বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেট ভাঙচুর করেছে কোটা সংস্কারের দাবিতে নামা আন্দোলনকারীরা। এসময় ভবনটির রিসিপশন ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে রামপুরা ব্রিজ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল বিটিভির প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং এরপর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এর আগে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এসময় পুলিশের সাথে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।