মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে গেলো ক’দিনে কম কথা হয়নি। অধিনায়কত্বের চাপে চিড়েচ্যাপটা দশা ‘লিটল মাস্টারের’ এরই মধ্যে বিকল্প ভাবছে বিসিবি, এমন গুঞ্জনও ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যেত।
এরই মধ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন টেস্ট অধিনায়ক। তারপরই গণমাধ্যমকে জানিয়ে দিলেন, অধিনায়কত্বের পদে আর থাকছেন না তিনি।
বৈঠক থেকে বের হয়েই গণমাধ্যমকে মুমিনুল যা জানালেন তারপর সব গুঞ্জনই যেন দুয়ে দুয়ে চারে মিলে গেলো। মুমিনুল জানান, তিনি নীতিনির্ধারকদের জানিয়ে দিয়েছেন যে, অধিনায়কত্ব আর করতে চান না। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরেই দাঁড়ালেন অবশেষে।
তবে নতুন করে অধিনায়কত্বের আর্মব্র্যান্ড কে পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, এ ব্যাপারে আমি কাউকে সাজেস্ট করিনি। আগামী ২ জুন মিটিং হবে। সেখানে ঠিক করা হবে।
বিস্তারিত আসছে…