নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে আলাদা বার্তায় বুধবার (৫ জানুয়ারি) অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে টাইগার বাহিনী। এবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
অপরদিকে এই খেলায় সঙ্গী হতে না পারলেও সতীর্থদের অভিনন্দন জানাতে ভুলেননি সাকিব আল হাসান। সতীর্থদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘কী দারুণভাবেই না নতুন বছর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অনেক অভিনন্দন। আমাদের ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।