শুরুতেই সাজঘরে অ্যারন ফিঞ্চ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৪ই নভেম্বর ২০২১ ১০:২১ অপরাহ্ন
শুরুতেই সাজঘরে অ্যারন ফিঞ্চ

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে করতে হবে রেকর্ড। তাড়া করতে হবে ১৭৩ রানের লক্ষ্য। এমন সমীকরণের ম্যাচে কি না অল্পেই সাজঘরে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


নিউজিল্যান্ডের করা ১৭২ রানের জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই আউট হয়ে গেছেন ফিঞ্চ। ট্রেন্ট বোল্টের খাটো লেন্থের ডেলিভারিতে পুল করতে গিয়ে ধরা পড়েছেন ডিপ মিড উইকেটে থাকা ড্যারেল মিচেলের হাতে। আউট হওয়ার আগে ৭ বলে ৫ রান করেছেন অসি অধিনায়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১৫ রান। বাকি ১৭ ওভারে তাদের করতে হবে আরও ১৫৮ রান।


১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে বোল্টের বিপক্ষে কোনো জবাবই খুঁজে পাননি ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। প্রথম ওভারে আসে মাত্র ১ রান। টিম সাউদির করা দ্বিতীয় ওভারে দুই চারের মারে ১০ রান তুলে নেন ওয়ার্নার।তার দেখাদেখি বোল্টের করা ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে চার মারেন ফিঞ্চ। কিন্তু পরের বলেই তার বিদায়ঘণ্টা বাজিয়ে দেন বোল্ট। ডিপ মিড উইকেটে বেশ খানিকটা পথ দৌড়ে দারুণ এক ডাইভিং ক্যাচ ধরেন মিচেল।