অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন, ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক

নিজস্ব প্রতিবেদক
সাজিদ হিটলার, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০১:০৯ অপরাহ্ন
অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন, ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক

বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা ও পরিবেশ ছাড়পত্র ছাড়া টেক্সটাইল, ডাইং এবং প্রিন্টিং চালানোর অভিযোগে ১৫ টি  কারখানার  ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া পরিবেশ দূষণের দায়ে আরো পাঁচটি কারখানাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। তবে বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা করতে আরও তিন মাস সময় চান ব্যবসায়ীরা।বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা না করেই গড়ে তোলা  হয়েছে ডাইং এবং প্রিন্টিং কারখানা।  এ চিত্র রাজধানীর কদমতলী এলাকায়।

আর এসব কারখানার বর্জ্য মিশ্রিত পানি ওয়াসার ড্রেন দিয়ে মিলছে বুড়িগঙ্গাতে। ফলে, দূষিত হচ্ছে নদীর পানি।  আর এ কারণেই মঙ্গলবার সকালে এসব কারখানায় অভিযান করে পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে এই এলাকায় 35 টি কারখানা চিহ্নিত করেছে পরিবেশ অধিদপ্তর। যাদের নেই কোনো বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা। বারবার নোটিশ দেয়ার পড়ো মানছে না পরিবেশ আইন। এ কারণে 15 টি কারখানা গ্যাস পানি এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান,

পরিবেশ অধিদপ্তরের পরিচালক।তবে, ব্যবসায়ীরা বলছেন, একটি ইটিপি স্থাপন করতে কমপক্ষে ছয় মাস প্রয়োজন। সেই সময় না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করছে। ফলে মালিকদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে, পরিবেশ অধিদপ্তর বলছে বুড়িগঙ্গার জীবন সত্তা রক্ষায় কদমতলী সহ রাজধানীর যে সমস্ত এলাকায় এ ধরনের কারখানা রয়েছে সবই অভিযানের আওতায় আনা হবে

ইনিউজ ৭১/ জি.হা