অতিথি পাখির বিচরণে মুখরিত জাহাঙ্গীরনগর

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০১৯ ০৩:৫৬ অপরাহ্ন
অতিথি পাখির বিচরণে মুখরিত জাহাঙ্গীরনগর

শীত এলেই যেন প্রান ফিরে পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেক। শীতের তীব্রতা থেকে বাঁচতে এই সময়টায় সাইবেরিয়া,চীন,মঙ্গোলিয়া,নেপাল থেকে বাংলাদেশে চলে আশে অথিতি পাখিরা। সরালী,পিচার্ড,মানিকজোড়,জলপিপি, ফ্লাইপেচাসহ নানা নামের পাখির কলকালীতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আন্দোলনে স্থবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু বিক্ষোভের ঝড় স্পর্শ করতে পাড়েনি ওই প্রকৃতিকে।

একটু একটু করে কুয়াশার চাদরে ঢাকা পড়তে শুরু করেছে সকালের সূর্য মামা। হেমেন্তের প্রথম প্রহরে শিশির বিন্দু জানান দিচ্ছে শীত এসেছে। ডানায় ভর করে আসছেন অতিথিরাও। এরই মধ্যে লেকের জলে ঘাঁটি গেড়েছে সরালী এবং তাদের সঙ্গ দিচ্ছে লেকের স্থায়ী বাসিন্দা সারস। বিভিন্ন রঙের শাপলা স্বাগত জানাচ্ছে এই অথিতিদের।

কয়েকদিন বাদেই এদের সঙ্গী হবে ল্যানজা হাঁস, ভূতি হাঁস, বালি হাসঁরা। যা দেখতে ভিড় করেন, পাখি প্রেমীসহ সব বয়সের দর্শনার্থীরা। উৎসাহী দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রন করতে পারলে প্রজাতি ও সংখ্যা আরোও বাড়বে বলে মনে করেন প্রানিবিদরা। এই অথিতিরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময় পর্যন্ত অবস্থান করে

ইনিউজ ৭১/টি.টি. রাকিব