কারাগারে গণপিটুনির শিকার সেই কুখ্যাত অনিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৫:২৯ অপরাহ্ন
কারাগারে গণপিটুনির শিকার সেই কুখ্যাত অনিক

বুয়েট ছাত্র আবরার ফাহাদ নির্মম নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যু বরণ করেন। আবরার ফাহাদ ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী। তার হত্যার সথে জড়িত একজন অনিক। অনিক মদ্যপ অবস্থায় কয়েক দফায় আবরারকে মারধর করেছিল। গুরুতর অবস্থায় আবরার দুই দফা বমি করলেও অনিকের ভয়ঙ্কর রূপ থেকে রক্ষা পায়নি মৃতপ্রায় আবরার। আবরার হত্যাকান্ডের খবর বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার পায়। কারাবন্দিরাদের কাছেও পৌছে গেছে সেই খবর। আর এতেই ক্ষুদ্ধ হয়ে থাকে কারাবন্দীরা।

গতকাল, গ্রেপ্তার বুয়েটেরই আরেক ছাত্র অনিক সরকারকে কারাগারে পিটিয়েছে আসামিরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছাতেই ক্ষুব্ধ বন্দিরা হামলে পড়ে অনিকের ওপর। কারারক্ষীদের চেষ্টায় রক্ষা পান অনিক। পরে তাকে অন্যত্র সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ। যদিও এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কারা কর্তৃপক্ষ।

বিভিন্ন গণমাধ্যমে প্রচার, অনিক সরকারের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বড়ইকুড়ি গ্রামে। অনিক ওই গ্রামের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি উপজেলার কৃষ্ণপুরে হলেও ব্যবসায়িক কাজে পুরো পরিবার মোহনপুর উপজেলা সদরের বড়ইকুড়ি গ্রামে বসবাস করে। দুই ভাইয়ের মধ্যে অনিক ছোট। এ ছাড়া তাদের পেট্রল পাম্প এবং সারের ডিলারশিপের ব্যবসা রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব