
প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ৪:১৩

সিলেটের নানা শিল্পের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এসব পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে সিলেট থেকে সরাসরি বিমানের কার্গো সার্ভিস চালু করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এখন বাণিজ্যনির্ভর অর্থনীতির ওপরই দাঁড়িয়ে আছে সারাবিশ্ব। যেকোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ব্যবসা-বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শনিবার বিকেলে সিলেট ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে আমাদেরকে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারিত করতেই হবে। আর এর মাধ্যম হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।


ইনিউজ ৭১/এম.আর